বিএনএ, ঢাকা : বাংলাদেশ সচিবালয়ে আগুন নিভাতে যাওয়ার সময় তেজগাঁও ফায়ার সার্ভিস টিমের সোহানুর রহমান সোহান (২৮)নামে একজন নিহত ও হাবিবুর রহমান (২৬) নামে আরেকজ আহত হয়েছেন।বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দুটার দিকে এই ঘটনা ঘটে।
পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোহানকে রাত চারটার দিকে মৃত ঘোষণা করেন । অপরজনকে চিকিৎসা দেওয়া হয়।
নিহতকে নিয়ে আসা সহকর্মী শফিকুল ইসলাম জানান, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিসের একটি টিম সচিবালয় সামনে মালামাল নিয়ে রাস্তা পার হওয়ার সময় জিরো পয়েন্ট থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাকের ধাক্কায় দুইজন ফায়ার সার্ভিস কর্মী আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে সোবহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন । আর হাবিবুর রহমানকে চিকিৎসাধীন রেখেছেন।
তিনি আরও জানান,নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামে। তার পিতার নাম আখতারুজ্জামান। বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হিসেবে কাজ করতেন। নিহত এক ভাই এক বোন।আহত হাবিবুরের গ্রামে বাড়ি টাঙ্গাইল জেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।