21 C
আবহাওয়া
১০:২৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সচিবালয়ে আগুন: ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস

সচিবালয়ে আগুন: ৭ নম্বর ভবনে যেসব মন্ত্রণালয়ের অফিস


বিএনএ, ঢাকা : সচিবালয়ে ৭ নম্বর ভবনে প্রায় ৬ ঘন্টা আগুন জ্বলছে। ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে আগুন। বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ওই ভবনে থাকা মন্ত্রণালয়গুলোর বহু গুরুত্বপূর্ণ নথিপত্র এরই মধ্যে পুড়ে গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগুন লাগা ভবনটিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল।

বুধবার দিনগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

গণমাধ্যমকে পাঠানো এক খুদে বার্তায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আজ সকাল ৮টা ৫ মিনিটে ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে বেশ কিছু মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পুড়ে গেছে বলে ধারণা করছেন অগ্নিনির্বাপণ কর্মীরা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ