17 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে উচ্চ জলাধার ও পানি শোধনাগারের উদ্বোধন

নোবিপ্রবিতে উচ্চ জলাধার ও পানি শোধনাগারের উদ্বোধন

নোবিপ্রবিতে উচ্চ জলাধার ও পানি শোধনাগারের উদ্বোধন

বিএনএ, নোবিপ্রবি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থাপনা কেন্দ্রে পানির উচ্চ জলাধার এবং শোধনাগারের উদ্বোধন করা হয়েছে। নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম রোববার (২৬ ডিসেম্বর) এ উদ্বোধন করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন, নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উপাচার্য বলেন, ‘আজ নোবিপ্রবির কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থাপনা কেন্দ্রে ট্রিটমেন্ট প্লান্ট ও ওভারহেড ওয়াটার ট্যাংক উদ্বোধন করা হলো। এটি নির্মাণের সাথে জড়িত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ প্রকল্পের অধীনে এটি বাস্তবায়ন করা হয়েছে। এখানে রয়েছে ১৫০ ঘন মিটার ধারণক্ষমতা সম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার এবং ৬৮০ ঘন মিটার ধারণক্ষমতা সম্পন্ন সু-উচ্চ জলাধার। প্রকল্পটি বাস্তবায়ন করেছে নোয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বাস্তবায়নকাল ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছর।

বিএনএ/ শাফি, ওজি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার