27 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সাড়ে ১৭ লাখ ছাড়িয়েছে


বিএনএ, বিশ্ব ডেস্ক : মহামারি করোনার সংক্রমণের উচ্চ হার বিশ্বব্যাপী অব্যাহত আছে। বিশ্বের বিভিন্ন দেশে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে করোনা। তবে কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসছে প্রাণঘাতী এই ভাইরাসটি এমনটিই বলছেন বিশ্লেষকরা।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৬ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২ লাখ ৭ হাজার ১৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৭ লাখ ৫৭ হাজার ৬৪০ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৬৪ লাখ ৭১ হাজার ৩৯৪ জন।

করোনায় সংক্রমণ আর মৃত্যুর দিক বিবেচনা করলে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯২ লাখ ১০ হাজার ১৬৬ জন। মৃত্যুবরণ করেছেন ৩ লাখ ৩৮ হাজার ২৬৩ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১ লাখ ৬৯ হাজার ৮১৮। মারা গেছেন ১ লাখ ৪৭ হাজার ৩৭৯ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৪ লাখ ৪৮ হাজার ৫৬০। মারা গেছেন ১ লাখ ৯০ হাজার ৫১৫ জন।

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমণের সংখ্যা ২৯ লাখ ৯২ হাজার ৭০৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৬৫৯ জনের।

পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ লাখ ৪৭ হাজার ৭৭১ জন। এর মধ্যে মারা গেছে ৬২ হাজার ৪২৭ জন।

যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ