33 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » আজ কখন কোথায় লোডশেডিং

আজ কখন কোথায় লোডশেডিং

লোডশেডিং

বিএনএ ডেস্ক: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাজধানীসহ সারাদেশেই শিডিউল করে লোডশেডিং দিচ্ছে সরকার। গত ১৯ জুলাই থেকে প্রতিদিনই রাজধানীসহ দেশজুড়ে সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় এলাকাভিত্তিক লোডশেডিং হচ্ছে।

বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সেই ধারাবাহিকতায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে লোডশেডিং কার্যক্রম।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) যখন, যেখানে লোডশেডিং দেবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

শিডিউলের বিজ্ঞপ্তি দিয়ে ডিপিডিসি বলেছে, এ মুহূর্তে ডিপিডিসি এলাকাতে কোনো লোডশেডিং নেই। এনএলডিসি কর্তৃক বরাদ্দ প্রাপ্তির ভিত্তিতে লোডশেডিংয়ের পরিমাণ বা সংখ্যা হ্রাস-বৃদ্ধি পেতে পারে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ/বিদ্যুৎ বিভ্রাট বা কম বিদ্যুৎ উৎপাদনের কারণে এনএলডিসি হতে খুব কম লোড প্রাপ্তি সাপেক্ষে এ শিডিউল পরিবর্তন হতে পারে। এছাড়া এনএলডিসি কর্তৃক বরাদ্দ কম হলে প্রয়োজনে রাত ১২টা হতে সকাল ৯টা পর্যন্ত লোডশেডিং করা হতে পারে। হালনাগাদ তথ্য জানার জন্য সময়ে সময়ে ডিপিডিসির ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো।

ডিপিডিসি ও ডেসকো আওতাভুক্ত এলাকায় আজ কখন লোডশেডিং হবে তা জানতে নিচের লিংকে ক্লিক করুন-

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)

ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ