29 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দুই পুঁজিবাজারেই কমেছে শেয়ারের দাম

দুই পুঁজিবাজারেই কমেছে শেয়ারের দাম

দুই পুঁজিবাজারেই কমেছে শেয়ারের দাম

বিএনএ ডেস্ক :পুঁজিবাজারে আগের দিন সূচক ঊর্ধ্বমূখী থাকলেও সোমবার (২৬ জুলাই) দুই পুঁজিবাজারেই সূচক পতন হয়েছে। এদিন লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

রোববার (২৫ জুলাই) কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট কমে ৬ হাজার ৪০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ২ হাজার ৩২২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৩৫৪ কোটি ৭০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ২২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬১৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৫১ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৬ পয়েন্ট কমে ১১ হাজার ১৮০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩০৭ প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৮টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৯৩ লাখ টাকা।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ