32 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ২৬, ২০২৩
Bnanews24.com
Home » লকডাউনেও খোলা থাকবে কাস্টমস ও স্থলবন্দর

লকডাউনেও খোলা থাকবে কাস্টমস ও স্থলবন্দর

লকডাউনেও খোলা থাকবে কাস্টমস ও স্থলবন্দর

বিএনএ ডেস্ক : এক সপ্তাহের কঠোর লকডাউনেও খোলা থাকবে কাস্টমস ও স্থলবন্দর । আগামী সোমবার সকাল থেকে শুরু হওয়া এই লকডাউনের মধ্যেও আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এনবিআরের পরিচালক (তথ্য) সৈয়দ এ মুমেন সাংবাদিকদের জানান, কিছুদিন আগে এনবিআরের কার্যক্রমকে জরুরি সেবার আওতায় আনা হয়েছে। তাই সরকার ঘোষিত লকডাউনের মধ্যেও কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম সচল থাকবে।

এনবিআর সূত্রে জানা গেছে, কঠোর লকডাউনেও বেনাপোল, হিলি, সোনামসজিদ, ভোমরা, বাংলাবান্ধা, বুড়িমারী, তামাবিল, আখাউড়া, বিবিরবাজার, টেকনাফ, নাকুগাঁও ও সোনাহাট এই ১২টি স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলবে।

এছাড়া চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর ও বিমানবন্দরের শুল্ক কার্যক্রমের পাশাপাশি সারাদেশে ৩০টির বেশি শুল্ক স্টেশনও খোলা থাকবে।

দেশে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় বিশেষজ্ঞদের পরামর্শে শুক্রবার সরকার এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা দেয়। আগামী সোমবার সকাল ছয়টা থেকে শুরু হবে এই লকডাউন।

বিএনএ/ ওজি 

Total Viewed and Shared : 152 


শিরোনাম বিএনএ