34 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

সোনার দাম ভরিতে কমলো ২৯১৬ টাকা

সোনার দাম

বিএনএ ডেস্ক: রেকর্ড দাম বৃদ্ধির পাঁচ দিন পর আবারো কমানো হয়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। ফ‌লে দেশে ভা‌লো মানের সোনা প্রতি ভ‌রির দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৫৪৮ টাকা। যা গত পাঁচ দিন ধরে ছিলো ৮২ হাজার ৪৬৪ টাকা।

বৃহস্পতিবার (২৬ মে) বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৭ মে থেকে সারাদেশে নতুন দাম কার্যকর করার ঘোষণা দেয় তারা।

বিজ্ঞপ্তি অনুসারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৫৪৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৫ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ২৩৮ টাকা।

গত ২২ থেকে ২৬ মে পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৮২ হাজার ৪৬৪ টাকা, ২১ ক্যারেট ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৫৩৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৬ হাজার ২২০ টাকায়। শুক্রবার থেকে ২২ ক্যারেটে ২ হাজার ৯১৬ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৭৯৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৫০ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৯৮২ টাকা কমবে।

তবে রূপার দামে কোন পরিবর্তন আসেনি ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম পড়বে ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা কিনতে লাগবে ৯৩৩ টাকা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ