14 C
আবহাওয়া
৮:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » বাবা হলেন নায়ক সিয়াম

বাবা হলেন নায়ক সিয়াম

বাবা হলেন নায়ক সিয়াম

বিএনএ, বিনোদন ডেস্ক : বাবা হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পুত্র সন্তানের জন্ম দেন।

গত বছরের ডিসেম্বর মাসে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর পেটে চুম্বনরত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন সিয়াম।

২০১৮ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীকে ঘরের বধূ করেন নায়ক সিয়াম আহমেদ।

উল্লেখ্য, ২০১৮ সালে রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন ২’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় সিয়ামের। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। যেখানে তার বিপরীতে অভিনয় করেন নোভা ফিরোজ। সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। এরপর নাটকে এসে নজর কাড়েন। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল আলোচিত সিনেমা ‘শান’। এটি বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও মুক্তি পাচ্ছে। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে তার নায়িকা পূজা চেরি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ