31 C
আবহাওয়া
২:০৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করবে ডিএমপি

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করবে ডিএমপি

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করবে ডিএমপি

বিএনএ,ঢাকা:ঢাকা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেকটি ডিভিশন ও থানায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি)অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।পাশাপাশি বিট পুলিশিং শক্তিশালী করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাফিজ আক্তার আরও বলেন,ডিএমপির পুলিশ সদস্যরা নগরীর প্রতিটি বাসা-বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।রাজধানীর বাসা-বাড়ির ও ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করার জন্য ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন।খুব দ্রুতই এ হালনাগাদের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

অতিরিক্ত কমিশনার বলেন,সম্প্রতি ঢাকায় রাতের বেলা বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে।ছিনতাই-ডাকাতিসহ বিভিন্ন সম্পত্তি-অর্থনৈতিক অপরাধ নিয়ন্ত্রণে আনতে গত ১৬ জানুয়ারি থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।রাজধানীতে শুধু এই ছিনতাই জাতীয় অপরাধ হয় না, বিভিন্ন ধরনের অপরাধ হয়। এ বিষয়ে টহল টিম বাড়ানো হয়েছে। প্রতিটি থানায় এখন ২৫ থেকে ৩০ জনকে সাব-ইন্সপেক্টর দেয়া হয়েছে বলে জানান এ কে এম হাফিজ আক্তার।

হাজি সেলিমের ছেলে এরফান সেলিম কর্তৃক এক সামরিক কর্মকর্তাকে মারধরের মামলা তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগির বিষয়টি নিষ্পত্তি হবে।আরেক এক প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, চার্জশিট দেয়া হচ্ছে নাকি মামলায় অন্যকিছু ঘটছে তা সময় হলে জানা যাবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ