26 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » ইথিওপিয়ায় সেনা হামলায়  ৪২ সন্ত্রাসী নিহত

ইথিওপিয়ায় সেনা হামলায়  ৪২ সন্ত্রাসী নিহত


বিএনএ বিশ্বডেস্ক : ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ এলাকায় সেনা হামলায় অন্তত: ৪২ সন্ত্রাসী নিহত হয়েছে। বুধবার অজ্ঞাত  বন্দুকধারীদের হামলায় শতাধিক গ্রামবাসী নিহত হওয়ার পর  বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর)  সেনাবাহিনী  এ অভিযান চালায়।

স্থানীয় কর্মকর্তাদের দাবি,  ওই এলাকায় সেনা অভিযানে ৪২ জন সন্ত্রাসী সেনা মারা গেছে।

প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ টুইট করে জানিয়েছেন, ”খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। সরকার আগে এখানকার সমস্যা সমাধানের চেষ্টা করেছে। কিন্তু তা সফল হয়নি। এখন পরিস্থিতি সামলাতে বাহিনী পাঠানো হয়েছে।

ডয়চে ভেলে সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসার পরেই ইথিওপিয়ায় সহিংস ঘটনার সংখ্যা অনেক বেড়েছে।

বেনিশানগুল-গুমুজ এলাকায় এই সহিংসতার কারণ জমির উপর অধিকার প্রতিষ্ঠা। অ্যামনেস্টির দাবি, জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা বন্ধ করতেই হবে ইথিওপিয়া সরকারকে।

ইথিওপিয়া হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, এই আক্রমণ যখন হয়েছে, তখন সেখানে পুলিশ বা সরকারি কোনো নিরাপত্তা বাহিনী ছিল না। তাদের মতে, ফেডারেল ও আঞ্চলিক সরকারের মধ্যে সমন্বয় অনেক বাড়াতে হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ