21 C
আবহাওয়া
৯:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দুই গোলে ইরানের কাছে হারল ওয়েলস

দুই গোলে ইরানের কাছে হারল ওয়েলস

দুই গোলে ইরানের কাছে হারল ওয়েলস

বিএনএ, ক্রীড়া ডেস্ক :  ইরান মাঠের লড়াইয়ে আজ ভিন্ন রূপে উপস্থাপিত হলো। একের পর এক আক্রমণে ম্যাচের অধিকাংশ সময় রক্ষণ সামলাতে ব্যতিব্যস্ত থাকতে হলো ড্রাগনসদের। তবে ভাগ্য সঙ্গ দিচ্ছিল না এশিয়ার পরাশক্তিদের। দুবার তাদের নিশ্চিত গোল প্রতিহত হলো গোলপোস্টে।

শুক্রবার(২৫ নভেম্বর) আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ২-০ গোলে হারাল ইরান।প্রথম ম্যাচে ওয়েলস ড্র করেছিল, ইরান হারে বড় ব্যবধানে।
লাল কার্ড

৮৬ মিনিটে গোলরক্ষক লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ওয়েলস। সেই সুযোগটা কাজে লাগিয়ে আক্রমণ চালাতে থাকে ইরান। যোগ করা সময়ের নবম মিনিটে এসে গোল করেন রোজবেহ চেশমি। এর তিন মিনিটের মাথায় আরও এক গোল, এবার জাল কাঁপান রামিন রেজাইন।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ