বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এসেছে সিনোফার্মের তৈরি আরও ৪ লাখ ৭৫ হাজার ডোজ টিকা। শনিবার ( ২৫ সেপ্টেম্ব) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসে এসব টিকা। এসব টিকা আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বরে গ্রাম পর্যায়ে গণ টিকাদান কর্মসূচিতে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, সরকার গ্রাম পর্যায়ে তথা প্রত্যন্ত অঞ্চলে টিকা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। সে হিসাবে চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় ক্যাম্পেইনের মাধ্যম টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য প্রাথমিকভাবে ৪ লাখ ৭৫ হাজার ডোজ টিকা এসেছে। আগামী ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর গণটিকার মতো ক্যাম্পেইন করা হবে।
বিএনএনিউজ২৪.কম/আমিন
আরও পড়ুন : চট্টগ্রামে করোনার টিকা : সিভিল সার্জন যা বললেন
Total Viewed and Shared : 153