36 C
আবহাওয়া
২:১৪ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ায় তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ায় তুষারঝড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাসে তুষার ঝড়ে পাঁচজন আরোহনকারী মারা  গেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ১৯ জন পর্বতারোহীর একটি দল পাঁচ হাজার মিটার উচ্চতায় অবস্থান করছিল। সে সময় দুর্ঘটনার শিকার হন পর্বতারোহীরা। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় শুক্রবার একথা জানায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয় বলেছে, “দুর্ভাগ্যবশত, পাঁচ জনের মৃত্যু হয়েছে। “বাকি ১৪ জনকে নীচে আজাউ উপত্যকায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল বাতাস, ঝাপসা দৃশ্যমানতা ও শূণ্যের নিচে থাকা  তাপমাত্রার মতো পরিস্থিতিতে তাদের উদ্ধার করা হয়েছে।

আয়োজক সংস্থাটি জানায়, পর্বতারোহীদের সাথে চারজন  পেশাদার গাইড ছিল। আরোহনের সময়, একজন আরোহী অসুস্থ বোধ করলে একজন গাইডের সাথে ফিরে যায়। পরে ওই আরোহী “গাইডের বাহুতে” মৃত্যুবরণ করে।

বাকিরা চূড়ায় আরোহণ করতে গেলে “অনাকাঙ্খিত ঝড়ের” কবলে পড়ে। আরোহীদের মধ্যে একজনের এক পা ভেঙে যায়।

দুজন পর্বতারোহী ঠান্ডায় জমে মারা যান। অন্য দু’জন সংজ্ঞা হারিয়ে ফেললে তাদের নিচে নামিয়ে আনার সময় মৃত্যু হয়।

৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতা সম্পন্ন ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রাস রাশিয়ার উত্তর ককেশাসে অবস্থিত। প্রতিবছরই পর্বতটি জয় করতে গিয়ে অনেক আরোহীর মৃত্যু হয়।

বিএনএনিউজ২৪.কম/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ