26 C
আবহাওয়া
১:০৮ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » ব্রাজিল ৪-০গোলে পানামাকে, ইতালি ১-০গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে

ব্রাজিল ৪-০গোলে পানামাকে, ইতালি ১-০গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে

ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩

স্পোর্টস ডেস্ক, ২৫ জুলাই ২০২৩ : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান ফিফা নারী ফুটবল বিশ্বকাপ ২০২৩ (FIFA Womens world Cup2023) এর সোমবারের(২৪জুলাই) খেলায় ব্রাজিল ৪-০গোলে পানামাকে, ইতালি ১-০গোলে আর্জেন্টিনাকে, জার্মানি ৬-০গোলে মরক্কোকে হারিয়েছে। ফ্রান্স ও জ্যামাইকার ম্যাচ গোল শূণ্য ড্র হয়।

FIFA Women's World Cup 2023
FIFA Women’s World Cup 2023

মঙ্গলবার(২৫জুলাই ২০২৩) প্রথম খেলায় কলম্বিয়া ২-০গোলে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করেছে।

কোরিয়ার বিরুদ্ধে জিতে কলম্বিয়ার নারীদের উল্লাস
কোরিয়ার বিরুদ্ধে জিতে কলম্বিয়ার নারীদের উল্লাস

 

এফ গ্রুপের প্রথম খেলায় ব্রাজিল ৪-০গোলে পানামাকে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে।  ফ্রান্স ও জ্যামাইকা খেলা ড্র করে ১-১ পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।

জি গ্রুপের খেলায় সুইডেন ও ইতালি নিজেদের খেলায় জয় পেয়ে ৩ পয়েন্ট করে লাভ করেছে।  এই গ্রুপের শক্তিশালী দল আর্জেন্টিনা ও দক্ষিণ আফ্রিকা কোন পয়েন্ট পায় নি।

 

বিএনএনিউজ২৪,জিএন/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ