31 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

ঝিনাইদহে ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড


বিএনএ, ঝিনাইদহ: অন্যের রেজিস্ট্রেশনে পরিচালনার দায়ে ঝিনাইদহ সদর উপজেলার রাহেলা জেনারেল হাসপাতাল সিলগালা করা হয়েছে। ভুয়া এমবিবিএস ও বিএমডিসি সনদ নিয়ে রোগী দেখায় সোহরাব হোসেন (৪৬) নামে ওই হাসপাতালের এক চিকিৎসকের দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার সুমি। বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা পারভীন।

তিনি জানান, সদর উপজেলার সাধুহাটি বাজারে দীর্ঘদিন ধরে রাহেলা জেনারেল হাসপাতালটি অনুমোদন না নিয়ে মানুষের চিকিৎসা দিয়ে আসছিলেন হাসপাতালের মালিক সৌরভ হোসেন। নিজেকে এমবিবিএস চিকিৎসক দাবি করে সেবা দিচ্ছিলেন সৌরভ। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার সুমী ও সদর উপজেলা স্বাস্থ্য অফিস সেখানে অভিযান চালায়। অভিযানে সৌরভ ভুয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

বিএনএ/ আতিক,এমএফ

Loading


শিরোনাম বিএনএ