39 C
আবহাওয়া
২:৫১ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ইতিহাস গড়তে মাঠে নামছে টাইগাররা

ইতিহাস গড়তে মাঠে নামছে টাইগাররা

টাইগাররা

স্পোর্টস ডেস্ক: সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। এ ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আর সেটা হলে লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

প্রথম ম্যাচে সফরকারীদের পক্ষে বিপজ্জনক হয়ে ওঠা ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝড় থামিয়ে ৩৩ রানের জয় নিশ্চিত করে স্বাগতিকরা। তিন সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন। বল হাতে উজ্জ্বল ছিলেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। যা ব্যবধান গড়ে দেয় ম্যাচে। ২৫৭ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় বাংলাদেশ।

তবে লিটন দাস ও মোহাম্মদ মিঠুন ছিলেন ব্যর্থ। দ্বিতীয় ম্যাচে তারা সুযোগ পেলে তাদের ব্যাটে নজর থাকবে সবার।

দুই দলের মধ্যে অতীত ফলাফলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪৯ ওয়ানডে ম্যাচের মধ্যে ৩৯টিই জয়লাভ করেছে দ্বীপ রাষ্ট্রটি। রবিবারের ম্যাচসহ বাংলাদেশ মাত্র আট ম্যাচে জয়লাভ করে। দুই ম্যাচে কোন ফল আসেনি।

আর সিরিজ বিবেচনায়, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটি নবম দ্বিপাক্ষিক সিরিজ। ২০১৩ ও ২০১৭ সালে দুটি সিরিজ ড্র হয়, বাকি সবগুলোয় জয় লঙ্কানদের। এবার অবশ্য বাংলাদেশের সামনে সুযোগ অপূর্ণতা ঘুচিয়ে দেওয়ার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ