বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রে বিপরীত পাশের একটি ভবন ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরক রয়েছে এমন সন্দেহে ভবনটি ঘিরে রাখা হয়।
বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পুলিশ ভবনটি ঘিরে ফেলে বলে জানান চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রে বিপরীতে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবন আছে। সেখানে বিস্ফোরকদ্রব্য আছে বলে ধারণা করা হচ্ছে।
‘আপাতত ভবনটি ঘিরে রাখা হয়েছে। সেখানে মানুষও থাকতে পারে। বোম্ব ডিসপোজাল ইউনিট আসার পর অভিযান চালানো হবে।’
বিএনএনিউজ/মনির
Total Viewed and Shared : 138