31 C
আবহাওয়া
১১:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ

নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ চার মন্ত্রীর পদত্যাগ


বিএনএ, বিশ্বডেস্ক : নেপালের উপ প্রধানমন্ত্রী এবং আরও তিন মন্ত্রী ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির বর্তমান প্রধানমন্ত্রী কমল দাহাল (প্রচন্ড) বিরোধী দল হতে নতুন প্রেসিডেন্ট নেওয়ার ঘোষণার পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানালেন তারা ।

খবরে বলা হচ্ছে, দেশটির উপ প্রধানমন্ত্রী রাজেন্দ্র লিংডেন ( সাবেক জ্বালানী, পানি ও সেচ মন্ত্রী), নগর উন্নয়ন, বিচার বিষয়কসহ এক কনিষ্ঠ মন্ত্রী পদত্যাগ করেন।

এক ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লিংডেন বলেন, যে জোটের অধীনে আমরা দায়িত্ব নিয়েছিলাম সেটি তার অবস্থানে আর নেই। আমাদের এই সরকারের সঙ্গে থাকা সঠিক সিদ্ধান্ত হবেনা।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী কমল দাহাল বিরোধী দল নেপালি কংগ্রেস পার্টির রাম চন্দ্র পাউদেলকে আগামী মাসের নতুন রাষ্ট্রপতি নির্বাচনে মনোয়ন দেওয়ার ঘোষণা দেন। এর আগে কথা ছিল তার জোটের ইউনিফাইড মার্কসিস্ট লেলিনিস্ট (ইউএমএল) হতে মনোয়ন দেওয়ার। তার এ সিদ্ধান্তের বিষয়ে  কারণ সম্পর্কে কিছু বলেননি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ