14 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় আসলো ‘চুক্তির’ ৫০ লাখ টিকা

ঢাকায় আসলো ‘চুক্তির’ ৫০ লাখ টিকা

বিকেলে ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা দেশে এসেছে। প্রতি কার্টনে ১২শ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

সোমবার (২৫ জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বেলা সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছায়।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানবন্দর থেকে এই টিকা বেক্সিমকোর টঙ্গীর গুদামে নেওয়া হচ্ছে। সারা দেশে পাঠানোর আগে এই টিকা সরকারি ওষুধ পরীক্ষাগারে পরীক্ষা করে ছাড়পত্র নেওয়া হবে। এরপর সরকারের চাহিদা অনুযায়ী এই টিকা ৬৪ জেলার সিভিল সার্জনদের কাছে পৌঁছে দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর থেকে জানা যায়, দেশে আসা ৫০ লাখ ডোজ করোনা টিকা গাজীপুরের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের গুদামে সংরক্ষণ করা হবে। দেশে এই ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকোর গুদামে দুইদিন রাখা হবে। তারপর সেখান থেকে স্বাস্থ্য অধিদফতরের তালিকা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকা দেয়া শুরু হতে পারে।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ