বিএনএ, বিশ্বডেস্ক : একদিকে বিশ্বজুড়ে ভ্যাকসিনের তোড়জোড় চলছে অন্যদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলছে।গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৫৪৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ৫০৬ জনের।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে, সোমবার সকাল নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯ কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ২১৩ জন। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ২১ লাখ ৩৮ হাজার ৯৪২ জন।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৫৭ লাখ ২ হাজার ১২৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৪ লাখ ২৯ হাজার ৪৯০ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬ লাখ ৬৮ হাজার ৩৫৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৫০৩ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ৪৪ হাজার ৬০০ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ১৭ হাজার ৮১ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩০তম।
বিএনএ/ওজি