24 C
আবহাওয়া
৯:০০ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » দগ্ধ দুজনকে ঢাকায় আনল র‍্যাব

দগ্ধ দুজনকে ঢাকায় আনল র‍্যাব


বিএনএ ডেস্ক : বরগুনা ঝালকাঠির লঞ্চে আগুনে দগ্ধ দুজনকে হেলিকপ্টারে করে ঢাকায় এনেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।তারা হলেন, মারুফা (৩৮) ও সেলিম রেজা কে (৪৫)। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে র‍্যাব হেডকোয়ার্টারের মেজর আরাফাতের নেতৃত্বে তাদের ঢাকায় আনা হয়। এর আগে, আরও পাঁচজনকে এ হাসপাতালে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

তিনি বলেন, এমভি অভিযান লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আরও দুজন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে মারুফার শরীরের ১৫ শতাংশ ফ্লেম বার্ন ইনভলভিং ফেস; ২ হাত দগ্ধ হয়েছে। সেলিম রেজার শরীরের ১৮ শতাংশ ফ্লেম বার্ন হয়েছে। এদের মধ্যে দগ্ধ মারুফাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪০ জনের মৃত্যুর খবর জানা গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। বরিশাল ও ঝালকাঠির দুই হাসপাতালে শতাধিক দগ্ধ চিকিৎসা নিচ্ছেন। বৃদ্ধ, শিশুসহ অনেকে নিখোঁজ। লঞ্চে পাঁচ শতাধিক যাত্রী ছিল।

শুক্রবার দুপুরের দিকে র‍্যাব সদর দফতরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শুরু করেছে র‍্যাব। ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ