21 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে দেয়াল চাপায় রিকশাচালক নিহত

রাজধানীতে দেয়াল চাপায় রিকশাচালক নিহত

রাজধানীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী নিহত

বিএনএ, ঢাকা : রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডে ট্যানারীর দেওয়াল চাপায় আব্দুর রউফ (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাত পৌনে ৮টার মনেস্বর রোডের পিলখানার ৫ নম্বর গেটের সামনে অতিরিক্ত ঝড় বৃষ্টির কারনে দেওয়াল নরম হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

আব্দুর রউফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কনক ও আকলিমা জানান, হাজারীবাগের মনেশ্বর রোড পিলখানার ৫ নম্বর গেটের সামনে দিয়ে রিকশা নিয়ে যাচ্ছিলেন আব্দুর রউফ। এসময় রিলায়েন্স ট্যানারীর বাউন্ডারির দেওয়াল ভেঙ্গে তার উপরে পড়লে তিনি গুরুতর আহত হন।  তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত ব্যক্তি হাজারীবাগ এলাকায় থাকেন বলে জানা গেছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ