24 C
আবহাওয়া
৬:১৭ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » পটিয়ায় প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস পালিত

পটিয়ায় প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস পালিত

পটিয়ায় প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতি দিবস পালন

বিএনএ,পটিয়া : সাম্রাজ্যবাদ বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ, বিপ্লবী, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯১তম আত্মাহুতি দিবস উপলক্ষে পটিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ) পটিয়া গৌরব সংসদের উদ্যোগে পটিয়া ক্লাব মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর সভাপতিত্বে ও লেখক সাংবাদিক আবদুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, মাস্টার শ্যামল কান্তি দে, অধ্যাপক ভগীরথ দাশ, এনামুল হক মনজু, কনক বড়ুয়া, জাহেদউল পাশা আকাশ, পিন্টু কুমার দে, লেখক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, আবদুর রহমান রুবেল, হামীম রায়হান, জেসন প্রমোদ দাশ প্রমুখ।

বক্তারা বলেন, সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবে বিপ্লবীদের স্মৃতি বিজড়িত ভিটেবাড়ি বেদখল হয়ে যাচ্ছে।

সরকারি উদ্যোগে এগুলো সংরক্ষণ ও মাস্টারদা সূর্যসেন- প্রীতিলতাসহ ব্রিটিশবিরোধী সশস্ত্র বিপ্লবীদের সংগ্রামী জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির মাধ্যমে কিশোর-যুবকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিএনএ/মোঃ আবু তাহের/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ