বিএনএ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক-এসআই গোলাম কিবরিয়ার বিরুদ্ধে পিটিয়ে এক কৃষকের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে।
রেজু মিয়া অভিযোগ, ভাইয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি শুক্রবার বিকেলে সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই গোলাম কিবরিয়াসহ পুলিশ সদস্যরা তদন্ত করতে যান। গিয়েই আমাকে মারধর করা হয়। এতে আমার পা ভেঙে গেছে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে মারধরের কথা অস্বীকার করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন বলেন, হাসপাতালে গিয়ে গতকাল রাতে তাকে দেখে এসেছি। পুলিশ দেখে পালাতে গিয়ে রেজু আঘাত পেয়েছেন।
বিএনএ/ এ আর
Total Viewed and Shared : 18