26 C
আবহাওয়া
১২:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাষ্ট্রের ৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ

যুক্তরাষ্ট্রের ৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ

বিএনএ, বিশ্বডেস্ক : সাবেক মার্কিন বাণিজ্যমন্ত্রী উইলবার রস-সহ যুক্তরাষ্ট্রের ৬ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। শুক্রবার (২৩ জুলাই) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

চীনা মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র তথাকথিত ‘হংকং বিজনেস অ্যাডভাইসরি‘ জারি করেছে এবং এর আওতায় হংকংয়ে নিযুক্ত চীনের কেন্দ্রীয় সরকারের একাধিক কর্মকর্তার ওপর অন্যায়ভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ আচরণ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। চীন এর পাল্টা ব্যবস্থা হিসেবেই উক্ত সিদ্ধান্ত নিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, হংকং চীনের অংশ। হংকংয়ের যে-কোনো বিষয় চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এসব বিষয়ে কথা বলার অধিকার বাইরের কোনো দেশ বা শক্তির নেই।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, ও মাতৃভূমি নিরাপত্তা মন্ত্রণালয় তথাকথিত ‘হংকং বিজনেস অ্যাডভাইসরি’ ইস্যু করে। এর আওতায় মার্কিন অর্থ মন্ত্রণালয় হংকংয়ে নিযুক্ত চীনের কেন্দ্রীয় সরকারের ৭ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ