26 C
আবহাওয়া
১১:১১ অপরাহ্ণ - জুলাই ৮, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

বোয়ালখালীতে ৬ দফা বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি


বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম):
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন তাঁরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মুহাম্মদ আনোয়ার হোসেন, সদস্য সচিব মো. দিদারুল আলম, সুমন কান্তি ঘোষ, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা ও প্রান্ত পারিয়াল।

বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি। দাবিগুলোর মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) করা, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদায় বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম থেকে বিরত থাকার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ