25 C
আবহাওয়া
৩:৫০ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১৮ শতাংশ

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২.১৮ শতাংশ

করোনায় মৃত্যু ২, শনাক্ত ২০৭

বিএনএ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৬৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১৮ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৩২ শতাংশ। সে তুলনায় করোনা শনাক্তের হার কিছুটা কমেছে।

শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বলা হয় গত ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানায় দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৬ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৫৮৪ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ৭১ জন চট্টগ্রাম বিভাগের, ৮ জন রাজশাহী বিভাগের, ১ জন রংপুর বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ১০ জন বরিশাল বিভাগের ও ৩ জন সিলেট বিভাগের।

বিএনএ/ আর

Loading


শিরোনাম বিএনএ