32 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল পোল্যান্ড

৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করল পোল্যান্ড


বিএনএ, বিশ্বডেস্ক : গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ৪৫ জন রুশ কূটনীতিককে সেদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পোল্যান্ড সরকার। পোল্যান্ড ত্যাগের জন্য তাদেরকে পাঁচ দিন সময় দেওয়া হয়েছে।

পোল্যান্ড বলেছে, কূটনীতিকের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কর্মকাণ্ডের জন্য প্রায় ৪৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে তাদের কথিত গুপ্তচরবৃত্তির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে।

পোল্যান্ডের নিরাপত্তা সেবা বিভাগের মুখপাত্র স্ট্যানিসলা জারিন বলেছেন, পোলিশ গোয়েন্দারা ৪৫ জন কূটনীতিককে রাশিয়ার বিশেষ বাহিনীর অফিসার ও তাদের সহযোগী হিসেবে চিহ্নিত করেছে। এরপর তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই অ্যান্ড্রিয়েভ তাদের কূটনীতিকদের বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেছেন, পোল্যান্ড যে অভিযোগ করেছে তার কোনো ভিত্তি নেই। রাশিয়ারও পাল্টা পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে বলে জানান এই রাষ্ট্রদূত।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। পোল্যান্ড হচ্ছে ইউক্রেনের প্রতিবেশী দেশ। (পার্সটুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ