18 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » স্বাধীনতা দিবসে নৈবেদ্য’র ওয়ার্ল্ড প্রিমিয়ার

স্বাধীনতা দিবসে নৈবেদ্য’র ওয়ার্ল্ড প্রিমিয়ার


বিএনএ ডেস্ক:মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নৈবেদ্য’। আগামী ২৬ মার্চ, চলচ্চিত্রটির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গর অ্যান্ড্রয়েড, আইওএস অ্যাপ ও ওয়েবসাইট (www.bongobd.com) থেকে দর্শকরা এটি উপভোগ করতে পারবেন।

মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর হাতে বন্দি হন এক নারী। এই বীরাঙ্গনাকে উদ্ধার, যুদ্ধ পরবর্তী সমাজে তার সন্তানের পরিচয় নিয়ে তৈরি হয় সংকট। তার জীবন সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে ‘নৈবেদ্য’ চলচ্চিত্রের কাহিনি। শ্যামল চন্দ্রের লেখা ‘নৈবেদ্য’ গল্প অবলম্বনে চিত্রনাট্য রচনা করেছেন মান্নান হীরা। ওয়েব ফিল্মটি যৌথভাবে পরিচালনা করেছেন শাব্দিক শাহীন ও সিহানুর রহমান আসিফ।

এই ওয়েব ফিল্মে বীরঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—তারিক আনাম খান, হাসান ইমাম, দীপক কর্মকার, সাইকা আহম্মেদ, শাহাজান সম্রাট প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে রওনক হাসানকে।

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গর প্রধান কন্টেন্ট কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, ‘বাংলা কন্টেন্টপ্রেমীদের কাছে নৈবেদ্য’র মতো মুক্তিযুদ্ধভিত্তিক একটি ওয়েব ফিল্ম পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি, দর্শকদের প্রত্যাশা পূরণে সমর্থ হবে নৈবেদ্য।’

Loading


শিরোনাম বিএনএ