35 C
আবহাওয়া
১:২৮ অপরাহ্ণ - মে ২৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনার টিকা নিলেন পুতিন

করোনার টিকা নিলেন পুতিন

পুতিন

বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনাভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন। দেশটিতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ার কয়েক মাস পর এ টিকা নিলেন রুশ প্রেসিডেন্ট।রুশ প্রেসিডেন্টের সরকারি দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের প্রেসিডেন্টের করোনার টিকা নেওয়ার তথ্য জানায়। তবে পুতিন কোন টিকা গ্রহণ করেছেন তিনি তা পরিষ্কার করেননি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, টিকা গ্রহণের পর প্রেসিডেন্ট পুতিন সুস্থ আছেন। বুধবার তিনি অফিস করছেন।

রাশিয়া এ পর্যন্ত তিন রকমের করোনাভাইরাস প্রতিরোধী টিকা উদ্ভাবন করেছে। কিন্তু দেশটিতে টিকাদান কর্মসূচি খুব ভালোভাবে এগোচ্ছে না।

করোনাভাইরাসের টিকা গ্রহণ করায় পুতিন বেশ কয়েকজন বিশ্বনেতার কাতারে এসে দাঁড়ালেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, খ্রিস্টানদের ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস এবং ব্রিটেনের রানি এলিজাবেথ ও প্রধানমন্ত্রী বরিস জনসন করোনার টিকা গ্রহণ করেছেন।

অনেক নেতা প্রকাশ্যে টিকা নিয়েছেন কিন্তু ৬৮ বছর বয়সী পুতিন অনেকটা লোকচক্ষুর আড়ালে টিকা গ্রহণ করলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ