30 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - জুন ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ঘোপালে মিজানুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ

ঘোপালে মিজানুর রহমানের সমর্থনে কর্মী সমাবেশ


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের কাপ পিরিচ মার্কার সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে মুহুরীগঞ্জ বন্ধন কমিউনিটি সেন্টারে ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন এ কর্মী সমাবেশের আয়োজন করে।

বিকাল থেকে ঘোপাল ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন কাপ পিরিচ মার্কার সমর্থনে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা শুরু করে। এক পর্যায়ে সমাবেশ এলাকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ।

ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আক্তার হোসেন স্বপন এর  সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও ছাগলনাইয়া উপজেলা পরিষদে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মিজানুর রহমান মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা পরিষদের সদস্য কাজী ওমর ফারুক ও ঘোপাল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ঘোপাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এএফএম আজিজুল হক মানিক ।

উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাফর উল্লাহ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক ফরিদ উদ্দিন পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ