31 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » আজ রাজধানীতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

আজ রাজধানীতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

আজ শুক্রবার(২৪ ফেব্রুয়ারি ২০২৩) সকাল সাড়ে ১০টায়  রাজধানীর সুপ্রীম কোর্ট মিলনায়তনে মানবাধিকার বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন নেপালের  সাবেক প্রধানমন্ত্রী এইচ.এ ঝালা নাথ খানাল( Jhala Nath Khanal)।

বিশেষ অতিথি থাকবেন জিবিপি ইন্টারন্যাশনাল, জার্মান এর এমডি এইচ ই ভোলকের ইউ ফ্রেইডরিচ( Volker U.Friedrich), ইউনাইটেড ন্যাশন ওর্য়াল্ড পিস এসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি H.E.Marietta Arguido Reformado, নেপাল কমিউনিস্ট পার্টির নেতা আলহাজ তাজ মোহাম্মদ মিয়া, গ্লোবাল ভিলেজ কানেকশান ভুটানের সভাপতি মি. জ্যাকসন দুকপা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ভারতের প্রতিনিধি মিস সপ্না সাহা, কিংডম গ্রুপ চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশিদ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট  মো. আবদুন নুন দুলাল এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালক ড.মুহাম্মদ মাসুম চৌধুরী।

সেমিনারে সভাপতিত্ব করবেন বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া।

সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল প্রফেসর মোহাম্মদ আবেদ আলী এবং সেমিনার আয়োজক কমিটির আহবায়ক ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ