31 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন,সামরিক শাসন জারি

রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইউক্রেন,সামরিক শাসন জারি


বিএনএ বিশ্বডেস্ক : পূর্ব ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর মস্কোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘোষণা দেন।

এর আগে ২২ জানুয়ারি প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্ক অঞ্চলে তার দেশের সেনাবাহিনীকে অভিযান চালানোর নির্দেশ দেন। এ সময় তিনি দাবি করেন, গত আট বছর ধরে পূর্ব ইউক্রেনে কিয়েভ সরকার যে গণহত্যা চালিয়ে আসছে তা থেকে ওই অঞ্চলের জনগণকে রক্ষা করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, পূর্ব ইউক্রেনে রুশ অভিযান শুরুর পরপরই ইউক্রেনের প্রেসিডেন্ট তার দেশে সামরিক শাসন জারি করেছেন। আগামী এক মাস এই সিদ্ধান্ত বহাল থাকবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ