32 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » ইউক্রেনে ৫ শতাধিক প্রবাসী, হতাহতের খবর নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনে ৫ শতাধিক প্রবাসী, হতাহতের খবর নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিএনএ ডেস্ক, ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ইউক্রেনে ৫ শতাধিক বাংলাদেশি রয়েছেন। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের পোল্যান্ড সীমান্তে চলে যাবার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

প্রতিমন্ত্রী বলেন, পোল্যান্ডে চাটার্ড বিমান পাঠানোর চেষ্টা চলছে। পোল্যান্ডে যাওয়ার পর দু’সপ্তাহের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনা হবে। এই দুই সপ্তাহ সেখানে থাকা খাওয়ার সার্বিক খরচ বহন করবে সরকার। ইতালি ও জার্মানি থেকে দূতাবাসের কর্মকর্তারা পোল্যান্ডে গেছেন বলেও জানান শাহরিয়ার আলম।

আরও পড়ুন : রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ যে কারণে

প্রতিমন্ত্রী বলেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার কারণে রুপপুর পারমাণবিক প্রকল্পের চলমান কাজে কোন ব্যঘাত ঘটবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে তিনি বলেন, দেশের অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়বে তা বলার মত সময় এখনো আসেনি।

আরও পড়ুন : ইউক্রেনে আটকে পড়াদের জন্য হটলাইন + ৪৮৫৭২০৯৪৩৮১

ইউক্রেন পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, কোন পক্ষের প্রতি সমর্থন নেই ঢাকার। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

বিএনএ নিউজ২৪, এআর,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ