19 C
আবহাওয়া
৩:৩১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » মাহমুদউল্লাহর অধিনায়কচিত ইনিংসে মিনিস্টার ঢাকা জয়

মাহমুদউল্লাহর অধিনায়কচিত ইনিংসে মিনিস্টার ঢাকা জয়


বিএনএ,  স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের অলরাউন্ড নৈপূন্যে প্রথম জয় পেয়েছে মিনিস্টার ঢাকা। সোমবার (২৪ জানুয়ারি) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।

দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই ঢাকার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ঢাকা আজ মাঠে নেমেছিলো এক পরিবর্তন নিয়ে। আর আগের দিন ঢাকায় আসা ক্রিস গেইলকে নিয়ে আরও তিন পরিবর্তনসহ মাঠে নেমেছিলো সাকিব আল হাসানের বরিশাল ফরচুন।

আগের দুই ম্যাচে হতশ্রী পারফরম্যান্সের পর এই ম্যাচে ঘুরে দাড়িয়েছে ঢাকার বোলাররা। সাকিব, গেইল আর ডপ্যাইন ব্রাভো ছাড়া বলার মতো রান করতে পারেনি বরিশালের কোনো ব্যাটসম্যানই। বিপদজনক হয়ে উঠতে শুরু করা ৩০ বলে ৩৬ করা গেইলকে ফেরান ঢাকার ইসুরু উদানা। আরেক ক্যারিবিয়ান ব্রাভো অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৩ করে। আর সাকিব করেন ১৯ বলে ২৩। নির্দারিত ২০ অভার শেষে বরিশালের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১২৯।

বরিশালের মাঝারি টার্গেটে খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা। দলীয় ১০ রানেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ ও শুভাগত। দুজনের ৬৯ রাঙের জুটি ভাঙে শুভাগতর বিদায়ে। ২৫ বলে ২৯ রান করেন তিনি। এরপর আন্দ্রে রাসেলের সঙ্গে ২৫ বলে ৫০ রানের জুটি গড়েন ঢাকার অধিনায়ক। দুজনের জুটিতে স্কোর লেভেল করে সাকিবের বলে সাজঘরে ফেরেন মাহমুদউল্লাহ। ফেরার আগে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ বলে ৪৭ রান তোলেন তিনি। ১৫ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। ইসুরু উদানে অপরাজিত থাকেন ১ রানে।

সংক্ষিপ্ত স্কোরঃ

ফরচুন বরিশাল ১২৯/৮ (২০), সৈকত ১৫, শান্ত ৫, সাকিব ২৩, হৃদয় ০, গেইল ৩৬, নুরুল ১, ব্রাভো ৩৩, জিয়া ১, জোসেফ ৪, তাইজুল ৫*; রুবেল ৩-০-৮-১, শুভাগত ৪-০-১৯-১, মুরাদ ২-০-১২-১, রাসেল ৪-০-২৭-২, উদানা ৪-০-২৯-২, মাহমুদউল্লাহ ৩-০-৩১-১

মিনিস্টার ঢাকা ১৩০/৬ (১৭.৩), তামিম ০, শেহজাদ ৫, নাইম ৪, জহুরুল ০, মাহমুদউল্লাহ ৪৭, শুভাগত ২৯, রাসেল ৩১*, উদানা ১*; শফিকুল ৩-১-২০-১, জোসেফ ৩-০-৩৪-২, সাকিব ৩.৩-০-২১-১, ব্রাভো ৩-০-১৬-১

ফলাফলঃ মিনিস্টার ঢাকা ৪ উইকেটে জয়ী।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত