23 C
আবহাওয়া
১০:০৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » নকল পণ্যসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

নকল পণ্যসহ দুই চীনা নাগরিক গ্রেফতার

দুই চীনা নাগরিক গ্রেফতার

বিএনএ, ঢাকা : রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে দুটি গোডাউন থেকে সিঙ্গার ও বাটারফ্লাই ব্র্যান্ডের নকল সেলাই মেশিন উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন হাও শিয়াওপিং ওরফে বব হাও (৪১) এবং সু ইন (৩৫)।

বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক জানান, সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল ৫৮৫ পিস এবং বাটারফ্লাইয়ের লোগো ব্যবহার করে তৈরিকৃত ফ্লাই বাটারফ্লাইয়ের ১ হাজার ১০০ পিস সেলাই মেশিন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা।

সিআইডির কাছে তথ্য ছিল, দীর্ঘ দিন ধরে একটি চক্র বিদেশ থেকে পণ্য আমদানির আড়ালে সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিন এবং অন্যান্য সামগ্রী মজুদ করছে। কিছু অসৎ ব্যবসায়ীদের মাধ্যমে সেগুলো বাজারজাত করা হচ্ছিল। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তুরাগ এলাকায় অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে তুরাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বিএনএ/এসকে,ওজি

Loading


শিরোনাম বিএনএ