20 C
আবহাওয়া
১:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়ক আরজু

প্রথমবার বিজ্ঞাপনে চিত্রনায়ক আরজু

চিত্রনায়ক কায়েস আরজু

বি এন এ বিনোদন:  ২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে অভিষেক হয় চট্টগ্রামের ছেলে কায়েসের। তবে শুরুটা করেছিলেন টেলিভিশন নাটক দিয়ে ২০০৬ সালে। সম্প্রতি প্রথমবারের মতো একটি বিজ্ঞাপনে কাজ করলেন চিত্রনায়ক কায়েস আরজু। নামী একটি কোম্পানির দুধের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। শনিবার থেকে প্রচারিত হচ্ছে বিজ্ঞাপনটি।

 

বিএনএ বিনোদনকে কায়েস আরজু জানালেন, ৪ মাস আগে ঢাকার ১০০ ফিটের দিকে একটি বাড়িতে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে। আরজু বলেন, ‘প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করলাম। এর আগেও প্রচুর প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। ভেবেছি, করলে ভালো মানের কোনো বিজ্ঞাপনেই কাজ করব। শেষ পর্যন্ত করা হয়ে গেল।’

No description available.

২০০৭ সালে হাছিবুল ইসলাম ইসলাম মিজানের ‘তুমি আছো হৃদয়ে’ ছবি দিয়ে এফডিসিতে সিনেমায় অভিষেক হয় চট্টগ্রামের ছেলে কায়েসের। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। বিশেষ করে এই ছবির ‘হও যদি তুমি নীল আকাশ’ গানের সুবাদে কায়েস রাতারাতি পরিচিতি পান। ঢালিউডের সর্বোচ্চ ধৈর্যশীল নায়ক হিসেবে খ্যাতি রয়েছে কায়েস আরজুর। ২০০৭ সালে সফল অভিষেক হলেও গত ১৪ বছরে যার ছবির সংখ্যা মাত্র ৯টি। সর্বশেষ ২০১৯ সালে মুক্তি পায় কায়েসের ৯ম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। পরীমনির বিপরীতে আলোচিত ছবিটি নির্মাণ করেন শামীমুল ইসলাম শামীম। তার হাতে রয়েছে শাপলা মিডিয়ার ১০০ ছবির ‘হিমুর বসন্ ‘, ‘এক পসলা বৃষ্টি’সহ বেশকিছু সিনেমা।

breaking bangla news,আর আর খান,জিএন

Loading


শিরোনাম বিএনএ