29 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে গ্রেপ্তার ৪০৩, জরিমানা ৪৪১ গাড়ির

রাজধানীতে গ্রেপ্তার ৪০৩, জরিমানা ৪৪১ গাড়ির

বিএনএ ব্রেকিংনিউজ

বিএনএ, ঢাকা : বিধিনিষেধের নিয়ম অমান্য করায় শুক্রবার(২৩ জুলাই) রাজধানী থেকে ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির বিভিন্ন থানা। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০৩ জনের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানায়।সূত আরও জানায়, বিধিনিষেধের প্রথম দিন নিয়ম অমান্য করায় ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়েছে।

২৩ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে কঠোর লকডাউন শুরু হয়েছে।যা ৫ আগস্ট পর্যন্ত চলবে। এ কঠোর লকডাউনের কঠোর বিধিনিষেধ এর নিয়ম অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সার্বক্ষণিক সড়ক মহাসড়কে কাজ করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।প্রতিটি জেলা উপজেলায় গ্রেপ্তার,জরিমানা করা হচ্ছে।

বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ