বিএনএ, গাজীপুর, এম. এস. রুকন : গাজীপুরে দুর্বৃত্তের হামলায় আহত শ্রীপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি প্রার্থী সৈয়দ মাহবুব হোসেন মাসুম আহমেদ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৩ জুলাই) ভোরে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিহত মাসুদ শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালার মৃত আবুল হোসেনের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন জানান, একদল দুর্বৃত্ত বুধবার রাত ৩ টার দিকে মাসুমকে মারধর ও মাথায় আঘাত করে। পরে চিৎকার করলে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে চিকিৎসারত অবস্থায় শুক্রবার তিনি মারা যান।
বিএনএনিউজ/ এইচ.এম।
Total Viewed and Shared : 135