29 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - জুন ৯, ২০২৩
Bnanews24.com
Home » ছেলের মৃত্যু সইতে না পেরে মায়ের আত্মহত্যা

ছেলের মৃত্যু সইতে না পেরে মায়ের আত্মহত্যা

ছেলের মৃত্যু সইতে না পেরে মায়ের আত্মহত্যা

বিএনএ ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে কুকুরের কামড়ে আহত নয়ন পাল (৩৪) নামে এক যুবকের মৃত্যু সইতে না পেরে তার মা আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে নয়ন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে বৃহস্পতিবার দুপুরে বিষপান করে। শুক্রবার(২৩ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়েছে।

এলাকাবাসীরা জানান, নয়ন পাল গত ১৭ দিন আগে সকালে ঘরের সামনে একটি কুকুরকে দেখে তাড়া দেন। এতে ওই কুকুরটি ক্ষিপ্ত হয়ে নয়নকে কামড় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।চিকিৎসা শেষে সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হলে বাড়িতে নিয়ে আসা হয়। বুধবার সকালে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় মহাখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংসারের একমাত্র উপার্জনকারী ছেলে নয়ন পালের মৃত্যুর শোক সইতে না পেরে তার বৃদ্ধ মা মেঘনা পাল (৬০) বিষপান করে।

বিএনএ/ওজি

Total Viewed and Shared : 19 


শিরোনাম বিএনএ