34 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে কোভিড-১৯ : মৃত্যু ১, আক্রান্ত ৮০

চট্টগ্রামে কোভিড-১৯ : মৃত্যু ১, আক্রান্ত ৮০


বিএনএচট্টগ্রাম :  গত চব্বিশ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) চট্টগ্রামে ৬৩৬টি নমুনা পরীক্ষায় ৮০ জন কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে নগরে ৬৭ এবং উপজেলায় ১৩ জন। এ নিয়ে চট্টগ্রামে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৫২৪ জন। এসময় নগরে ১ জনের মৃত্যু হয়েছে। রোববার ( ২৩ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২১৮টি নমুনা পরীক্ষায় ২৩ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষায় ২৬ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ২০৩টি নমুনা পরীক্ষায় ৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষায় ৫ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৬০টি নমুনা পরীক্ষা ১৬ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টার ল্যাবে ১৬টি নমুনা পরীক্ষায় ৩ জন কোভিড ১৮ এ আক্রান্ত হয়েছে। এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু),কক্সবাজার মেডিকেল কলেজ, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ৮০ জন বেড়ে কোভিড ১৯ এ আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৫২৪ জন। যাদের নগরে ৪১ হাজার ৯৭৪ জন এবং উপজেলার ১০ হাজার ৫৫০ জন। এসময় কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৪ জন। যাদের নগরে ৪৩৩ জন এবং ১৬১ জন।

 বিএনএনিউজ২৪/ আমিন

Loading


শিরোনাম বিএনএ