34 C
আবহাওয়া
১০:৩৪ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » জাবির ছাত্র ইউনিয়ন সভাপতি স্থায়ী বহিষ্কার

জাবির ছাত্র ইউনিয়ন সভাপতি স্থায়ী বহিষ্কার

জাবি শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি স্থায়ী বহিষ্কার

বিএনএ, জাবি: স্বাক্ষর ও সিলমোহর জালিয়াতির দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ৪৪তম ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মিখা পেরেগুকে বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বিষয়টি জানিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ১৮ নভেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা অধ্যাদেশ-২০১৮ এর ৩ (২) (ক) ধারা অনুযায়ী তাকে সিন্ডিকেটের দিন হতেই বহিষ্কার করা হয়।

অফিস আদেশে বলা হয়, বিশেষ পরীক্ষার অনুমতির জন্য আবেদনপত্রে বিভাগীয় সভাপতির স্বাক্ষর ও সীলমোহর জালিয়াতির অভিযোগে গঠিত তদন্ত কমিটি কমিটির সুপারিশের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মিখা পিরেগু বলেন, “২০১৭ সালে আমি একটি বিশেষ পরীক্ষার জন্য বিভাগীয় সভাপতির সীল ও স্বাক্ষর সহ আবেদন পরীক্ষা নিয়ন্ত্রকে জমা দিয়েছিলাম। বিভাগ থেকে মিটিং করেই এটা অনুমোদন করেছিলো। কিন্তু উপাচার্য অফিস থেকে কোনো কারণ ছাড়াই এটি পারমিট না করায় পরীক্ষা নিয়ন্ত্রক থেকে আমাকে আবার আবেদন করতে বলা হয়। শীতকালীন ছুটির কারণে ক্যাম্পাস ছুটি ছিলো বলে আমি প্রথমবার জমা দেয়া মূল কপিটার ফটোকপি জমা দিয়েছিলাম।”

তিনি বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত রিভিউয়ের জন্য আমি করেছি। রিভিউ প্রক্রিয়াটি চলমান আছে।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ‘ছাত্র ইউনিয়ন কখনো অনৈতিক কাজ আশ্রয় প্রশ্রয় দেয় না। তার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা লজ্জার। আমরা অবিলম্বে অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সভায় আলোচনা করবো। আমাদের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাংগঠনিক শাস্তি নিশ্চিত করা হবে।’

উল্লেখ, মিখা পিরেগু বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ