32 C
আবহাওয়া
১২:২৯ পূর্বাহ্ণ - মে ১৮, ২০২৪
Bnanews24.com
Home » হবিগঞ্জে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

বিএনএ, হবিগঞ্জ: হবিগঞ্জে হত্যাকাণ্ডের ২১ বছর পর মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ২২ জনকে খালাস দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার হুরগাঁও গ্রামের জামাল মিয়া, মিলন মিয়া, ফজল মিয়া, কুতুব আলী, রফিক মিয়া, জাকির হোসেন ও আব্বাছ উদ্দিন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন একই গ্রামের সায়েদ আলী, মিজাজ আলী, মতলিব মিয়া, কুতুব উদ্দিন, কালাম মিয়া, জিয়াউর রহমান, আয়াত আলী, ইছাক আলী জজ মিয়া ও ইব্রাহিম মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি আসামিরা একই গ্রামের হারুন আহমেদকে পূর্ব শত্রুতার জের ধরে রাস্তায় একা পেয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর নিহতের ভাই সুমন আহমেদ বাদী হয়ে ওই বছরের ১৫ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় ৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ একই বছর তদন্ত করে ৪৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। রাষ্ট্রপক্ষে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালেহ আহমেদ বলেন, দীর্ঘ ২১ বছর পর আদালত হত্যাকাণ্ডের রায় প্রদান করেছেন।

তিনি বলেন, আমরা রাষ্ট্রপক্ষ সাক্ষীর মাধ্যমে অপরাধ প্রমাণ করতে পেরেছি। রায়ে আমরা সন্তোষ প্রকাশ করেছি।

নিহতের ছেলে রাহাত আহমেদ জানান, ২১ বছর পর আমার বাবা হত্যাকাণ্ডের বিচার পেয়েছি। তিনি দ্রুত সময়ের মধ্যেই রায় বাস্তবায়নের জন্য দাবি জানান।

অপরদিকে আসামিপক্ষের আত্মীয়স্বজনরা জানিয়েছেন, রায়ে তারা অসন্তোষ প্রকাশ করেছেন। শিগগিরই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ