16 C
আবহাওয়া
৭:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারায় তেলের ট্যাংকারে মিলল বিপুল পরিমাণ কাঠ

গুইমারায় তেলের ট্যাংকারে মিলল বিপুল পরিমাণ কাঠ


বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির গুইমারায় তেলের ট্যাংকার থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পাচারকালে উপজেলার বাইল্যাছড়ির জোড়া ব্রিজ এলাকা থেকে কাঠগুলো আটক করা হয়। এসময় দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হল সুবল দে, পিতা নিপু দে ও আব্দুল শুকুর, পিতা ইউসুফ। তারা চট্টগ্রামের রাউজান থানার বাসিন্দা।

পুলিশ জানায়, মেঘনা তেলবাহী ট্যাংকারের ভিতরে কৌশলে লুকানো অবস্থায় দুইশত চুয়াল্লিশ ঘনফুট ৬৭৫টি সেগুন ও গোদার রদ্দা উদ্ধার করা হয়। যার মুল্য ১০ লক্ষ টাকা।

গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, তেলের লড়িতে করে অবৈধভাবে কাঠ পাচার হচ্ছে সংবাদ পেয়ে ঝালকাঠি-ঢ ৪১-০০৩৩ গাড়িটিকে ধাওয়া করে ২ পাচারকারি ও কাঠসহ গাড়ি আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ