36 C
আবহাওয়া
১:৩০ অপরাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

পাতাল রেলের কাজ শুরু ২ ফেব্রুয়ারি

বিএনএ, ঢাকা: দেশের প্রথম পাতালপথে মেট্রোরেল লাইন নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে ২ ফেব্রুয়ারী।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেললাইন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন বলে জানিয়েছে মেট্রোরেল নির্মাণ কর্তৃপক্ষ।ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-১) আওতায় পাতাল রেললাইন নির্মাণ করা হবে।

প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল কাসেম ভূঁঞা গণমাধ্যমকে জানান, দেশের প্রথম পাতাল মেট্রোর কাজ ২৬ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল। দিনটি পরিবর্তন করে ২ ফেব্রুয়ারি করা হয়েছে। ওই দিন প্রথমে পিতলগঞ্জ ডিপোতে পাতাল রেললাইন নির্মাণকাজের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী।

প্রাথমিকভাবে ২৬ জানুয়ারি পাতাল মেট্রোরেলের কাজ শুরু হওয়ার কথা ছিল। বিমানবন্দর থেকে কুড়িল, নর্দ্দা, বাড্ডা ছুঁয়ে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রোরেল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ