15 C
আবহাওয়া
১০:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ফারুকী হত্যার প্রতিবেদন দাখিলের সময় পেছালো ৪৯ বার

ফারুকী হত্যার প্রতিবেদন দাখিলের সময় পেছালো ৪৯ বার


আদালত প্রতিবেদক : বেসরকারি টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক ও আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের আন্তর্জাতিক সম্পাদক এবং সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার ঘটনায় করা মামলার প্রতিবেদন দাখিলের সময় পেছালো ৪৯ বার।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ জানুয়ারি দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ছেলে মামলা দায়ের করেন।

ঘটনায় হাদিসুর রহমান সাগর নামে একজনকে আটক করা হলে। সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে আরো নতুন নতুন আসামি জড়িত থাকার তথ্য পাওয়া যায়। তাদের মধ্যে কেউ দেশে আছে, আবার কেউ দেশের বাইরে। আসামির জবানবন্দি থেকে আরও কয়েকজনকে আটক করা হয়।

এখন পর্যন্ত মামলার আসামি হাদিসুর রহমান সাগর, আব্দুল গাফ্ফার, মিঠু প্রধান ও খোরশেদ আলম নামে চার জন কারাগারে রয়েছে। আর ইঞ্জিনিয়ার রাকিব, তারেকুল ইসলাম মিঠু, আলেক ব্যাপারি, মোজাফ্ফর হোসেন জামিনে আছে।

বিএনএ নিউজ/এসবি/জেবি

Loading


শিরোনাম বিএনএ