31 C
আবহাওয়া
১২:০৯ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

বিএনএ, ঢাকা: ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। মূলত, দেশটির ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর। প্রায় এক যুগ পর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি মন্ত্রী পাকিস্তান হয়ে বাংলাদেশে আসবেন। এটা আঞ্চলিক সফর। আল-রাবিয়াহর এটা প্রথম বাংলাদেশ সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদির হজ ও ওমরাহমন্ত্রী ইসলামাবাদ হয়ে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঢাকায় আসবেন। ঢাকা সফরকালে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। আল-রাবিয়াহ ওই মেলার উদ্বোধন করবেন।

সৌদি মন্ত্রীর সফরকালে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, হজের বিষয়ে কিছু ফেসিলিটেশন মেজারস নিয়েছে সৌদি আরব। ইনিশিয়েটিভ টু রোড মক্কা তার মধ্যে একটা। এর আওতায় ঢাকাতেই হজযাত্রীর ইমিগ্রেশন ও লাগেজ তল্লাশি করা হয়। ইনিশিয়েটিভ টু রোড মক্কার বাস্তবায়ন দেখবেন তিনি। এছাড়া, অনেকদিন ধরে হজ ও ওমরাহমন্ত্রীর এখানে আসা হয়নি।

মন্ত্রণালয়ের এ কর্মকর্তা জানান, ওমরাহর ক্ষেত্রে সৌদি সরকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমাদের চিঠির মাধ্যমে কিছু জানায়নি। তবে, মুখে মুখে বলছে। যারা ওমরাহ করতে যাবেন, তাদের এজেন্সির কাছে যেতে হবে না। অনলাইনে আবেদন করে আগ্রহীরা সৌদি আরবে যেতে পারবেন। এসব বিষয়ে তাদের জানানোর দরকার। এসব বিষয় নিয়ে আলোচনা করতে তিনি আসছেন।

এদিকে, শনিবার (১৯ আগস্ট) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সফরে যাচ্ছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ। সৌদি আরবের ভিশন ২০৩০ অর্জনে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ওমরাহ পালনকারীদের সৌদি আরব যাত্রা আরও সহজ করা এবং ধর্মীয় ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ, সৌদির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান। ২০২১ সালের অক্টোবরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-রাবিয়াহকে দেশটির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব দেন। এর আগে আল-রাবিয়াহ সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ