17 C
আবহাওয়া
৯:১৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা

বিএনএ, ঢাকা: ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন সুজিত কুমার বালা। ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য থেকে তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (২১ মে) প্রজ্ঞাপনটি করা হলেও তা প্রকাশ করা হয়েছে সোমবার (২২ মে)।

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যদের মধ্য হতে সুজিত কুমার বালাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হলো। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ