29 C
আবহাওয়া
১০:৩৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক বন্ধ

বিএনএ, ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশনসহ ৩টি উপজেলা ও ৭টি ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা ও উপশাখা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ মে) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২১ মে ২টি প্রজ্ঞাপন মোতাবেক গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন উপলক্ষে আগামী ২৫ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকসমূহের আঞ্চলিক কার্যালয়সহ সকল শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

উল্লেখ্য, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনসহ চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, দিনাজপুর বীরগঞ্জ উপজেলা নির্বাচন।

এ ছাড়া, যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে সেগুলোর মধ্যে- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার নাজিরপুর, ভোলা জেলার দৌলতপুর উপজেলার চরপাতা, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া, নেত্রকোনা জেলার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া, কুমিল্লা জেলার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়ন। এসব নির্বাচনী এলাকায় ব্যাংকের শাখা ও উপশাখা বন্ধ থাকবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ